Skip to main content

Posts

Showing posts from June, 2013

ইলেকট্রনিক গণমাধ্যমের অগ্রগতি এবং ঊর্ধ্বগতি

Media advancement বাংলাদেশের গণমাধ্যমখাতে গত এক দশকে মোটামোটি এক  বিপ্লব ঘটে গেছে। অনেকগুলো নতুন স্যাটেলাইট টিভি ও এফএম চ্যানেলের আবির্ভাব হয়েছে। সেই সাথে ইন্টারনেট ব্যাবহারকারির সংখ্যাও তীব্রভাবে বেড়ে গেছে। ব্লগিং শুরু হয়েছে, জনপ্রিয়তাও পেয়েছে। তথ্যের মুক্ত প্রবাহ, সামাজিক প্রচার মাধ্যমের বিস্তৃতি, টিভি চ্যানেলের দর্শক জরিপ এবং রেডিও চ্যানেলের কল্যাণে সাধারণ মানুষ এখন তাদের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবনার কথা জানাতে পারে। শক্তিশালী ইলেকট্রনিক গণমাধ্যমের কারণে দেশ-বিদেশে ঘটে যাওয়া প্রধান ঘটনাগুলো সম্পর্কে মানুষ আর অজ্ঞ থাকছে না। তাই বলা যায় এই সদ্য প্রসূত ‘গণমাধ্যম বিপ্লব’ দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার জন্য ইতিবাচকই বটে। বর্তমানে বাংলাদেশে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড- এ দুটি রাষ্ট্রায়ত্ব চ্যানেলের পাশাপাশি বেসরকারি ২৭টি চ্যানেল তাদের সম্প্রচার চালিয়ে যাচ্ছে। এই চ্যানেলগুলোতে নিয়মিত বিরতিতে সর্বশেষ সংবাদ প্রচারের কারণে দেশ-বিদেশের নানা খবর চলে এসেছে মানুষের হাতের নাগালে। রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী তথা গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে নিয়মিত টকশো অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়ের

ক্রিকেটারদের মধ্যে মানুষ খুঁজা

রবি ঠাকুর অনুধাবন করিয়াছিলেন যে, জননী সাতকোটি সন্তানেরে বাঙালি করিয়াছেন; মানুষ করেননি। তা এই জননী বর্তমানে চোদ্দকোটি বাঙালি ধারন করিতেসে। এই চোদ্দকোটির মধ্যে যখন কেউই মানুষ হয় নাই; তখন ক্রিকেটারদের মধ্যে মানুষ খুঁজা, তথা মনুষ্যত্ব খুঁজা একটু উচ্চবিলাশীতা নয় কি? গোবরে পদ্ম ফোটে; তবে শুধু পাঠ্য-পুস্তকে। বাস্তবে গোবরে গু-মাছি ভন ভন করে।

সমাধান রুটির লাইনের পরিধিতে

বহুবছর আগের ঘটনা। আমি তখন মাস্টার্স করিতেসি Development Studies বিষয়ে। আমার class-mate সব বাঘা বাঘা - কেহ development agency' র কর্মচারী , কেহ সরকারী কলেজের শিক্ষক , কেহ film maker, কেহবা ব্যাংকার। আমি সবচেয়ে খোকা , সবার স্নেহের পাত্র। Course গুলো নিতেন নমস্য সব পণ্ডিতগন। তা এক ক্লাসে , অর্থনীতির উজ্জ্বল নক্ষত্র ,   অমর্ত্য সেনের আশীর্বাদ তুষ্ট , এস আর ওসমানী প্রশ্ন করিলেন   " There were no market mechanism in Russia; they used to plan the food supply on five yearly basis. Do you have any idea how did they predict demand?" আমি তখনো বুড়বক , এখনো তাই ; ক্লাসের সবচেয়ে অর্বাচীন ছাত্র , কহিয়া উঠিলাম " Sir, মনেহয় রুটির লাইনের পরিধি দেখিয়া উনারা সিদ্ধান্ত নিতেন"। সদা রাশভারী , গম্ভীর , এস আর ওসমানী মৃদু হাসিয়া বলিলেন " Subhan, I wish they could come up with your simple idea. They did not and as a consequences and some other issues, Russia meltdown and was broken into pieces." আমি বচনটাকে ‘complement’ হ িসাবেই নিয়াছিলাম। দীর্ঘমেয়াদীতে যাহা হইল তা এইযে