Skip to main content

Posts

Showing posts from June, 2020

সাইডট্র্যাক শাহ সুজা

শাহজাদা শাহ সুজার শেষ পরিণতি ও মৃত্যু নিয়ে ধোঁয়াশা আছে, এটা প্রথম শুনি দিল্লীতে বসে। ২০১৮ এর ডিসেম্বরে, আব্বার অপারেশনের সময়। গিয়েছিলাম সম্রাট হুমায়ুনের সমাধি দেখতে। এক টুরিস্ট এর সাথে পরিচয়। এসেছেন পর্তুগাল থেকে। তিনিই বললেন সম্রাট শাহজাহানের সব ছেলেমেয়েদের কবর আছে, কিভাবে মৃত্যু হয়েছে তা লিপিবদ্ধ আছে, শুধু শাহ সুজারটি নেই। আমি বাংলাদেশ থেকে এসেছি শুনে বললেন, কোন কোন সূত্র মতে শাহ সুজা জীবনের শেষ কিছুদিন চিটাগাঙের এক গ্রামে কাটিয়েছেন। হয়ে গিয়েছিলেন পীর! আমি জানতাম সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে যাবার পর তার ছেলেদের মধ্যে দিল্লীর মসনাদ দখলের যে ধ্বংসাত্মক লড়াই শুরু হয় তাতে বাংলার সুবাদার, শাহজাহানের মেঝ ছেলে শাহ সুজা বিপুল বিক্রমে যোগ দেন এবং ভয়াবহ ভাবে পরাজিত হয়ে আরাকান রাজ্যে পালিয়ে যান। কিন্তু চূড়ান্ত পরিণতির ব্যাপারে জানতাম না কিছুই। সারা মোগল ইতিহাস ভীষণ কৌতহলদিপ্তক কিন্তু সম্রাট শাহজাহানের পতন ও একমাত্র মোগল সম্রাট হিসেবে নিজের ছেলের কাছে সিংহাসন হারানোর কাহিনী সবকিছুকে ছাপিয়ে যায়। সেখানে শাহ সুজা সাইডট্র্যাক হয়ে যান সহজেই। দফায় দফায় হেরে যাওয়া, পলায়নরত এই শাহজাদাকে নিয়ে ঘাটা

শাহজাদা দারা শিকোর মৃত্যু

যেদিন বড়ভাই দারা শিকোকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়, সেদিন আওরঙ্গজেব তাকে জিজ্ঞেস করেছিলেন যে ‘যদি নিয়তি উল্টো হতো, তাহলে ঠিক কী হতো?’  দারা উত্তর দিয়েছিলেন নিয়তি উল্টো হলে তিনি আওরঙ্গজেবের শরীরকে চার ভাগ করে দিল্লীর প্রধান চার সিংহ-দরজায় একেকটি ভাগ ঝুলিয়ে রাখতেন। সম্রাট শাহজাহান যখন সেজছেলে আওরঙ্গজেবের কাছে সাম্রাজ্য হারান এবং অন্য ছেলেদের খুন হতে দেখেন, ইতালির ইতিহাসবিদ নিক্কোলাও মানুচ্চি সেই সময়ে ভারতে ছিলেন। তাঁর 'স্তোরিয়া দো মগর' বইয়ে তিনি এই ঘটনা লিখেছেন। মার্কিন ইতিহাসবিদ অড্রে ট্রাশকা মুঘল সাম্রাজ্যের উপর গবেষণা করেছেন বিস্তর। তিনি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের শিক্ষক ছিলেন। আওরঙ্গজেবের বদলে যদি দারা শিকো যদি ৬ষ্ঠ মুঘল সম্রাট হতেন, তাহলে কী হতো প্রশ্নের উত্তরে অড্রে ট্রাশকার তার বই দ্যা ম্যান অ্যান্ড দ্যা মিথে লিখেছেন "বাস্তবতা হলো মুঘল সাম্রাজ্য চালানো কিংবা জয় করার ক্ষমতা দারা শিকোর ছিলো না। আওরঙ্গজেবের মতো রাজনৈতিক প্রজ্ঞা তাঁর ছিলো না।" আওরঙ্গজেব আসলে - যো জিতা ওয়াহি সিকান্দার। তিনি চতুর ছিলেন, সমরকুশলে বাকীদের চেয়ে পারদর্শী ছিলেন ও বেশ কূ