Skip to main content

Posts

Showing posts from October, 2014

অন্ধ লোকের দুধ খাওয়া আর ধর্ম-ক্যরামতি-কামেলগনের ইসলাম শিক্ষাদান

এক লোক অন্ধ । গ্রামে থাকে। সে কোনদিন দুধ খায় নাই , স্পর্শও করে নাই । একদিন সে শুনল এক   শিশু দুধ খেতে গিয়ে, দুধ গলায় আটকিয়ে, মারা গেছে । তার কৌতুহল হলো দুধ আসলে কেমন তা জানার । সে গ্রামের এক   লোককে জিজ্ঞাসা করলো " ভাই , দুধ দেখতে কেমন ?" লোকটি উত্তর দিলো " দুধ দেখতে সাদা । " অন্ধ এবার প্রশ্ন করলো " সাদা কেমন তাতো বুঝলাম না । দয়া করে বলবেন কি , দুধ কেমন সাদা ?" লোকটি উত্তর দিলো " দুধ বকের মত সাদা । " অন্ধ আবার প্রশ্ন করলো বক কেমন তাতো চিনলাম না ভাই । লোকটি বললো " বক হলো কাচির মত । "  অন্ধ বাসায় এসে তার বোন কে বললো একটা কাচি আনতে । অন্ধ কাচিটা হাতে নিয়ে , তার উপরে হাত বুলিয়ে সম্পূর্ণ কাচিটিকে অনুধাবন করার পরে বললো " যাক , বুঝলাম দুধ কেমন । দুধ খেয়ে শিশু মরেছে কি এমনি এমনি । এই দুধ   খেলে আমি ও বাঁচতে পারতাম না । এতদিন দুধ না খেয়ে অনেক ভালো করেছি । আর আল্লাহ যেন জীবণে আমাকে এই দুধ না খাওয়ান । &quo

Is not Islamic State benefiting Islam?

If the Islamic State militants are so bad than why thousands and thousands of young and mid-age people from the Middle East are joining them? If their ideology is so dire than why people from Australia, Europe, and Asia are heading towards Syria and Iraq to join the fight against government forces? If motive of Islamic State militants are so bad than why there are millions and millions of views on their YouTube releases? If the Islamic State militants are doing terrible things then why many young girls and mature women from the western world want to merry them? If it has no potential as a force than why wealthy donors from across the globe are giving it millions of dollars?   Answer to these questions in a plain sentence is – because the fake image that Islamic State militant have managed to highlight is quite fascinating and much appealing. Answer in an intricate way would be – because Islamic State militants are using religion to their defense in the most wicked and cru

বালিয়াটি জমিদার বাড়ী

অন্যান্য অনেক জমিদারদের মতন বালিয়াটি জমিদারেরাও লবণ ব্যবসা করে টাকা বানিয়েছিল এবং ব্রিটিশদের কাছ থেকে ‘ জমিদারি ’ কিনেছিল। খাজনা আদায়ে তারা ছিল নির্মম যা প্রাথমিক ভাবে তাদের ধনদৌলত বাড়িয়ে দিয়েছিলো কয়েক গুন। পূর্ববঙ্গের প্রতাপশালী জমিদারদের মধ্যে বালিয়াটির রায় বাহাদুররা বিত্ত-প্রতিপত্তিতে প্রায় শীর্ষস্থানীয় ছিল। আবার অন্যান্য অনেক জমিদারদের মতনই বালিয়াটি জমিদারেরা মাত্র তিন পুরুষ এই প্রতিপত্তি ধরে রাখতে পেরেছিল। বালিয়াটি জমিদার বাড়ীতে ৭টি দক্ষিনমুখি দালান আছে। এটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় ১৬ , ৫৫৪ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। প্রতিটি দালান করন্থিয়ান ডিজাইনের গোলাকার কলামে তৈরি করা যা লম্বায় প্রায় ৪০০ ফুট। লন্ডন ও কলকাতা থেকে আনা নির্মাণ সামগ্রী ব্যবহার করে গড়ে তোলা হয় তিন তলাবিশিষ্ট এই দালানগুলি। এখানে মোট ২০০টি কক্ষ আছে। একটি দালানের দ্বিতীয় তলায় রয়েছে রংমহল। দালান গুলোতে আছে সিন্দুক , ছোট বড় আয়না , ঝাড়বাতি , লণ্ঠন , শ্বেত পাথরের ষাঁড় , শ্বেত পাথরের টেবিল , পালঙ্ক , আলনা , কাঠ এবং বেতের চেয়ার সহ আরও অনেক নিদর্শন। মজলিস কক্ষে মূল্যবান ঝাড়বাতিও রয়েছে। মজলিস কক্ষটি