Skip to main content

Posts

Showing posts from March, 2016

ওয়াফিকের রিক্সায় না চড়া

রিক্সায় চড়া , বাসে চড়া ওয়াফিকের পছন্দ না । ছোট ছিল যখন ওকে কোলে নিয়ে রিক্সায় উঠলে বিরক্ত  হতো । আমি আমল দিতাম না । এখন সে বড় হয়েছে, আগামী মাসে ১০ বছর পূর্ণ হবে। গত পর শু দিন দুপুরে  বাইরে  খেতে যাবার কথা। আসমা অফিস থেকে আসবে , আমি আর ওয়াফিক বাসা থেকে যাব ; একটা রেস্টুরেন্টে মিলিত করার কথা । আমি ওয়াফিককে বললাম - রাস্তায় জ্যাম থাকে ; চলো রিক্সায় যাই । ও বলল - না , গাড়ীতেই যাব । আমি বোঝাতে গেলে যে রিক্সায় গেলে ই তাড়াতাড়ি পৌছাবো , সে মুখের উপর বলে বসলো - রিক্সায় গেলে আমি যাব না , তুমি একা যাও । আমি একটা  বড়সড়  ধাক্কা   খেলাম । আকস্মিক রিয়েকশনে বললাম – That ’ s your decision boy, থাকো  বাসায় । ওকে রেখে চলে গেলাম । সময়টা তিতা হয়ে গেলো । তাহলে কি রিক্সা চড়া বা বাসে চড়া মানুষগুলোকে ওয়াফিক একটু হলেও ‘ অন্য স্তরের ’ বলে মনে করে ?   তাহলে কি ওর কাছে গাড়ী তে চড়া , আইফোন ব্যবহার করা , YouTube এ ভিডিও আপলোড করা আর  ডিওএইচএস পার্কে সাইকেল চালানোই মানুষ মাপার স্ট্যা ন্ডার্ড ? আমি নিয়মিত পাবলিক