...পাকিস্তান সরকারের কাছে ও পাকিস্তান সামরিক বাহিনীর কাছে ১৯৭১ সালের যুদ্ধ, অন্য সবকিছু ছাপিয়ে, ছিল ধর্মের যুদ্ধ। তাদের কাছে এটা জিহাদ ছিল। আর এই দেশে অবস্থানকারী আলবদর ও রাজাকারদের কাছে এটা ছিল ইসলামকে সেবা করার সুযোগ। জিহাদের জন্য পাকিস্তান সরকার সেই সময় সাধারণ মানুষদের কাছ থেকে অর্থও সংগ্রহ করে। পত্রিকায় দেয় বিজ্ঞাপন যেখানে যুদ্ধকে জিহাদ হিসেবে উল্লেখ করা হয়। প্রকৃত ইসলাম থেকে যোজন যোজন দূরে থেকে এরা ইসলামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর এই দেশের মানুষ যুদ্ধ করেছিল অন্ধকার থেকে মুক্তির জন্য, একটা বৈষম্যহীন সমাজের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য। বলা বাহুল্য মানবতার, ধর্মনিরপেক্ষতার জয় হয়েছিলো প্রবল ভাবে। পাকিস্তান যে আসলে কিছু আরব দেশের প্রতিনিধিত্ব করছিলো তার প্রমান এই সব আরব দেশ গুলো দিয়েছিলো বাংলাদেশ স্বাধীন হবার পর স্বীকৃতি না দেবার মাধ্যমে। পাকিস্তানের বিভক্তিকে সৌদি আরব ও তার মিত্ররা দেখেছিল ইসলামের পরাজয় হিসেবে। এই জন্য সৌদি আরব বাংলাদেশকে ‘রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেয় ১৬ আগস্ট ১৯৭৫; বঙ্গবন্ধুর হত্যার পর! এর আগে ‘ধর্ম নিরপেক্ষ’ দেশ বলে বাংলাদেশকে আখ্যায়িত করে এদেশের ধ
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.