খন্দকার মোশতাক - মাহাবুবুল আলম চাষী - তাহের উদ্দিন ঠাকুর ত্রয়ী ১৫ আগস্ট সকালে বাংলাদেশ রেডিও স্টুডিওতে এক সঙ্গে প্রবেশ করেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এক বেলাও পার হয়নি, মৃতদেহগুলো তখনো ৩২ নম্বরের বাড়ীতে পরে আছে। মোশতাক - চাষী- ঠাকুর ত্রয়ী রেডিও স্টুডিওতে, তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে, মুজিব সরকারের পতন এবং প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহনের সংবাদ ঘোষণা দেন। শুরুহয় পাকিস্তান কনফেডারেশনের দিকে এগিয়ে যাওয়া। মোশতাক - চাষী- ঠাকুরদের স্টুডিওতে উপস্থিতি ও প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহন একদম ছকে বাঁধা। এই হবার কথা ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশর প্রবাসী সরকার দুটি লবিতে বিভক্ত ছিল - সোভিয়েত ইউনিয়ন ও ভারতের ছত্রছায়ায় একটি লবির নেতেৃত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদিআরবের ছত্রছায়ায় অন্য লবির নেতেৃত্বে ছিলেন ধার্মিক মুসলমান খন্দকার মোশতাক আহমেদ। মে মাসে খন্দকার মোশতাক ও তার পররাষ্ট্র সচিব চাষী মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা শুরু করেন এবং ‘মুসলিম জাতীয়তাবাদ’ সৃষ্টির উদ্দেশ্যে দুই পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার একটি ফর্মুলা বের করেন। ফর্মুলাটি ছ...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.