এক লোক অন্ধ । গ্রামে থাকে। সে কোনদিন দুধ খায় নাই , স্পর্শও করে নাই । একদিন সে শুনল এক শিশু দুধ খেতে গিয়ে, দুধ গলায় আটকিয়ে, মারা গেছে । তার কৌতুহল হলো দুধ আসলে কেমন তা জানার । সে গ্রামের এক লোককে জিজ্ঞাসা করলো " ভাই , দুধ দেখতে কেমন ?" লোকটি উত্তর দিলো " দুধ দেখতে সাদা । " অন্ধ এবার প্রশ্ন করলো " সাদা কেমন তাতো বুঝলাম না । দয়া করে বলবেন কি , দুধ কেমন সাদা ?" লোকটি উত্তর দিলো " দুধ বকের মত সাদা । " অন্ধ আবার প্রশ্ন করলো বক কেমন তাতো চিনলাম না ভাই । লোকটি বললো " বক হলো কাচির মত । " অন্ধ বাসায় এসে তার বোন কে বললো একটা কাচি আনতে । অন্ধ কাচিটা হাতে নিয়ে , তার উপরে হাত বুলিয়ে সম্পূর্ণ কাচিটিকে অনুধাবন করার পরে বললো " যাক , বুঝলাম দুধ কেমন । দুধ খেয়ে শিশু মরেছে কি এমনি এমনি । এই দুধ খেলে আমি ও বাঁচতে পারতাম না । এতদিন দুধ না খেয়ে অনেক ভালো করেছি । আর আল্লাহ যেন জীবণে আমাকে এই দুধ না খাওয়ান । ...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.