এক লোক অন্ধ। গ্রামে থাকে। সে কোনদিন দুধ খায় নাই, স্পর্শও করে নাই। একদিন সে শুনল এক শিশু দুধ খেতে গিয়ে, দুধ গলায় আটকিয়ে, মারা গেছে। তার কৌতুহল হলো দুধ আসলে কেমন তা জানার।সে গ্রামের এক লোককে জিজ্ঞাসা করলো "ভাই, দুধ দেখতে কেমন?" লোকটি উত্তর দিলো "দুধ দেখতে সাদা।" অন্ধ এবার প্রশ্ন করলো "সাদা কেমন তাতো বুঝলাম না। দয়া করে বলবেন কি, দুধ কেমন সাদা?" লোকটি উত্তর দিলো "দুধ বকের মত সাদা।" অন্ধ আবার প্রশ্ন করলো বক কেমন তাতো চিনলাম না ভাই। লোকটি বললো
"বক হলো কাচির মত।"
অন্ধ বাসায় এসে তার বোন কে বললো একটা কাচি আনতে। অন্ধ কাচিটা হাতে নিয়ে, তার উপরে হাত বুলিয়ে সম্পূর্ণ কাচিটিকে অনুধাবন করার পরে বললো "যাক, বুঝলাম দুধ কেমন। দুধ খেয়ে শিশু মরেছে কি এমনি এমনি। এই দুধ খেলে আমিও বাঁচতে পারতাম না। এতদিন দুধ না
খেয়ে অনেক ভালো করেছি। আর আল্লাহ যেন জীবণে আমাকে এই দুধ না খাওয়ান।"
কোরআনের বাণী নব্য ধর্ম-ক্যরামতি-কামেলগন যেরূপ একটা অন্ধ জনগোষ্ঠিকে বোঝায়, অন্ধ জনগোষ্ঠি তেমনই বোঝে আর ফালপাড়ে। যেকোনো চক্ষুওয়ালা কোরআনের বাণী বোঝার উপায় বের করে নিবে। সমস্যা ওই বিশাল অন্ধদের নিয়ে যারা দুধ কে
কাচি সাব্যস্তর করে ফালপাড়ে।
Comments