Skip to main content

Posts

Showing posts from September, 2013

Why I think IUB is the best private university

Independent University, Bangladesh; popularly known as IUB is completing its 20 years. The achievements of the marvelous educational institute are many I am sure. For one, it had me as a student! I was in IUB when private universities meant – classes should be held in flat-বাড়ী, the campus has to be in a residential area, smart girls have to be from English medium schools, all toilets have showers attached, common rooms are garages, canteens are backyards and assistant register has to be a famous BTV news presenter. To me, IUB and Bazlul Mobin Chowdhury are simultaneous. I remember him because he could understand my true potential the first time my father took me to his office in August 1997. After talking to me for three minutes, he got me registered and even gave me the four courses for the first semester. I say that he could realize my merit and understand my true potential because two of these courses were non credit – Math and English. He figured I am weak in both. He wa

Shanghai and Hong Kong - Economic partners or regional rivals?

I wrote this piece for Dhaka Tribune. It got published in the Op-Ed section on 09 September 2013.  The relation between China and Hong Kong are more like a single parent and an adopted child who feels he was better treated in his previous foster home. In spite of being rich in terms of wealth and capabilities, Hong Kong is currently being haunted by doubts about its future. The International Monetary Fund in 2010 noted that the prospects of Hong Kong are dominated by the new monetary policy easing in the US, and also domestic recovery, which is partially driven by the mainland’s spillovers. Both these factors fuelled the price of properties in Hong Kong in last five years and might pose to be a major financial risk in the coming years. A recent annual IMF survey stated that Hong Kong is no longer the world’s most competitive economy. Another survey found that Hong Kong slipped from the second position to fifth as China’s most competitive region in 2012. As part of export trade, Ho

Shocking story: আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওয়াসিম!

আনেক গুঞ্জনের পর জানা গেলো সত্যটা! আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওয়াসিম। এবার আর কোন গুজব নয়। আনন্দের মধ্যদিয়েই নতুন জীবন শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসিম বলেন, ‘আবার বিয়ে করব কখনোই এমনটা আমি ভাবিনি। তবে আবারো ভালবাসা খুজে পেয়ে আমি ভাগ্যবান এবং খুশি।’ তিনি আরো বলেন, ‘জীবনে দ্বিতীয়বার সুযোগ আসে আমি কেবল এটাই দেখাতে চেয়েছি।’ পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম বলেন, “লাহোরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমি শানিয়েরাকে বিয়ে করেছি। আমার, আমার স্ত্রী এবং আমার সন্তানদের নতুন জীবন শুরু হয়েছে।” ২০০৯ সালে ৪৭ বছর বয়সে আকরামের প্রথম স্ত্রী হুমা মারা যান। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ১৫ ও ১২ বছর বয়সী দুটি ছেলে আছে। তিনি জানিয়েছেন, “শানিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের ভাষা (উর্দু) শিখছে। তার সঙ্গে আমার ছেলেদের খুবই আন্তরিক সম্পর্ক।” “আশা করি পাকিস্তানের মানুষ ও আমার বন্ধুরা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার ভক্তরা আমাদের আশীর্বাদ ও সমর্থন জানাবে।”

Breaking news: বিলাসিতায় ডুবে আছেন আসমা!!

দামি দামি ঘড়ি, জুতো, ঘরময় বিভিন্ন উচ্চমূল্যের সোকেস, উন্নত মানের ফার্নিচার, মার্কেটিং, ফ্যাশনময় পোশাক আর উন্নত রেষ্টুরেন্টের খাবারে ডুবে আছেন আসমা। তার প্রতিদিনের খাবারে ওয়েস্টার্ন খাবার না হলে তো হজমই হয় না। শুধু এক বছরে শরীরের ফিটনেস ও সৌন্দর্য্য ধরে রাখার নানা সরঞ্জাম, কসমেটিকস আর সেইসঙ্গে ঘরের সৌন্দর্য বৃদ্ধির সেন্ডেলিয়ার বাতি কিনতে ৪ লক্ষ ৫০ হাজার ডলার ব্যয় করেছেন আসমা। আসমা ফার্নিচারের অর্ডার দিচ্ছেন, ঘরের সৌন্দের্যের জন্য সিলিং বাতি সেন্ডেলিয়ারের অর্ডার দিচ্ছেন। মাত্র এক সপ্তাহ আগে ফেসবুকের মত সামাজিক যোগাযোগের সাইট Instagram-এ আসমা তার ছবি পোস্ট করেছিলেন। তাতে দেখা যায়, তার ডান হাতের কব্জিতে ৮০ ফাউন্ডের জোবনে ব্র্যান্ডের একটি রিস্টবেন্ড। এটি মূলত একটি বিশেষ ধরনের ডিভাইসড। যেটি শরীরের অপ্রয়োজনীয় ক্যালোরি পুড়িয়ে ফেলতে সাহায্য করে। সিরিয়া যখন চরম রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে, প্রতিদিন যেখানে শতশত মানুষ প্রাণ হারাচ্ছেন, প্রিয় জন্মভূমি ছেড়ে শরণার্থী হতে বাধ্য হন হাজার হাজার মানুষ- সেই দেশের প্রেসিডেন্ট আসাদের স্ত্রী আসমা আল-আসাদ তখন এরকম বিলাসী জীবনে