আনেক গুঞ্জনের পর জানা গেলো সত্যটা! আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওয়াসিম।
এবার আর কোন গুজব নয়। আনন্দের মধ্যদিয়েই নতুন জীবন শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসিম বলেন, ‘আবার বিয়ে করব কখনোই এমনটা আমি ভাবিনি। তবে আবারো ভালবাসা খুজে পেয়ে আমি ভাগ্যবান এবং খুশি।’ তিনি আরো বলেন, ‘জীবনে দ্বিতীয়বার সুযোগ আসে আমি কেবল এটাই দেখাতে চেয়েছি।’
পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম বলেন, “লাহোরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমি শানিয়েরাকে বিয়ে করেছি। আমার, আমার স্ত্রী এবং আমার সন্তানদের নতুন জীবন শুরু হয়েছে।” ২০০৯ সালে ৪৭ বছর বয়সে আকরামের প্রথম স্ত্রী হুমা মারা যান। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ১৫ ও ১২ বছর বয়সী দুটি ছেলে আছে। তিনি জানিয়েছেন, “শানিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের ভাষা (উর্দু) শিখছে। তার সঙ্গে আমার ছেলেদের খুবই আন্তরিক সম্পর্ক।” “আশা করি পাকিস্তানের মানুষ ও আমার বন্ধুরা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার ভক্তরা আমাদের আশীর্বাদ ও সমর্থন জানাবে।”
এবার আর কোন গুজব নয়। আনন্দের মধ্যদিয়েই নতুন জীবন শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসিম বলেন, ‘আবার বিয়ে করব কখনোই এমনটা আমি ভাবিনি। তবে আবারো ভালবাসা খুজে পেয়ে আমি ভাগ্যবান এবং খুশি।’ তিনি আরো বলেন, ‘জীবনে দ্বিতীয়বার সুযোগ আসে আমি কেবল এটাই দেখাতে চেয়েছি।’
পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম বলেন, “লাহোরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আমি শানিয়েরাকে বিয়ে করেছি। আমার, আমার স্ত্রী এবং আমার সন্তানদের নতুন জীবন শুরু হয়েছে।” ২০০৯ সালে ৪৭ বছর বয়সে আকরামের প্রথম স্ত্রী হুমা মারা যান। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ১৫ ও ১২ বছর বয়সী দুটি ছেলে আছে। তিনি জানিয়েছেন, “শানিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের ভাষা (উর্দু) শিখছে। তার সঙ্গে আমার ছেলেদের খুবই আন্তরিক সম্পর্ক।” “আশা করি পাকিস্তানের মানুষ ও আমার বন্ধুরা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার ভক্তরা আমাদের আশীর্বাদ ও সমর্থন জানাবে।”
Comments