Win-win situation নিয়ে আলোচনা করার সময় ইকবাল সিদ্দিকী ভাই চে গুয়েভারার মৃত্যুর কথাটা তোলেন। আমি একমত হই না কিন্তু দ্বিমতও পোষণ করতে পারি না। তিনি বলেন, 'ক্যাপিটালিস্ট রেজিম তারে গুলি কইরা হত্যা করবার পর তারই ছবি টি-শার্টের সামনে এবং পিছে ছাপাইয়া কোটি কোটি পিস বিক্রি করছে ওই বিপ্লবী চেতনাধারীগো কাছেই, কামাইছে মিলিয়ন মিলিয়ন ডলার। পুরা বিশ্বব্যাপী। ক্যাপিটালিস্টগো কাসে চে গুয়েভারার মৃত্যু উইন উইন সিচুয়েশন। বিপ্লবীরেও খতম করসে, আবার সেই মৃত্যুরে ব্যবহার কইরা টাকা কামাইসে। আমি মন্তব্য করলে, 'যে ক্যাপিটালিস্ট মারসে আর যে ক্যাপিটালিস্ট টি-শার্ট বিক্রি করসে তারা তো এক না,' তিনি বলেন 'শোন, তুই যেমন মনে করস কারো জন্য ভালো করলে সেই ভালোটা তোর কাছে ফেরত আসবো, সেই একই তত্ত্বে ক্যাপিটালিস্টরা জানে একদিকে কামড়াইলে অন্যদিকে ঘর ভোরবো ডলারে। কিন্তু কথা সেইটা না, কথা হইল চে গুয়েভারার মৃত্যুরে তারা একটা 'বিজনেস কেইস' হিসেবে দাঁড়া করাইতে পারসে। এবং সেটা সাকসেসফুলি। একটা সামান্য পজ দিয়া ইকবাল সিদ্দিকী ভাই প্রশ্ন ছুইড়া দেন, যেটার সদুত্তর উত্তর আমার কাছে নাই, '...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.