শাহজাদা শাহ সুজার শেষ পরিণতি ও মৃত্যু নিয়ে ধোঁয়াশা আছে, এটা প্রথম শুনি দিল্লীতে বসে। ২০১৮ এর ডিসেম্বরে, আব্বার অপারেশনের সময়। গিয়েছিলাম সম্রাট হুমায়ুনের সমাধি দেখতে। এক টুরিস্ট এর সাথে পরিচয়। এসেছেন পর্তুগাল থেকে। তিনিই বললেন সম্রাট শাহজাহানের সব ছেলেমেয়েদের কবর আছে, কিভাবে মৃত্যু হয়েছে তা লিপিবদ্ধ আছে, শুধু শাহ সুজারটি নেই। আমি বাংলাদেশ থেকে এসেছি শুনে বললেন, কোন কোন সূত্র মতে শাহ সুজা জীবনের শেষ কিছুদিন চিটাগাঙের এক গ্রামে কাটিয়েছেন। হয়ে গিয়েছিলেন পীর! আমি জানতাম সম্রাট শাহজাহান অসুস্থ হয়ে যাবার পর তার ছেলেদের মধ্যে দিল্লীর মসনাদ দখলের যে ধ্বংসাত্মক লড়াই শুরু হয় তাতে বাংলার সুবাদার, শাহজাহানের মেঝ ছেলে শাহ সুজা বিপুল বিক্রমে যোগ দেন এবং ভয়াবহ ভাবে পরাজিত হয়ে আরাকান রাজ্যে পালিয়ে যান। কিন্তু চূড়ান্ত পরিণতির ব্যাপারে জানতাম না কিছুই। সারা মোগল ইতিহাস ভীষণ কৌতহলদিপ্তক কিন্তু সম্রাট শাহজাহানের পতন ও একমাত্র মোগল সম্রাট হিসেবে নিজের ছেলের কাছে সিংহাসন হারানোর কাহিনী সবকিছুকে ছাপিয়ে যায়। সেখানে শাহ সুজা সাইডট্র্যাক হয়ে যান সহজেই। দফায় দফায় হেরে যাওয়া, পলায়নরত এই শাহজাদাকে নিয়ে ঘাটা...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.