আমার বড় খালু এয়ার কমোডর চৌধুরী সি এ মান্নানের সাথে আমার একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। অসম বন্ধুত্ব। রক্ষণশীল পরিবারের ভেতর এবং আদব কায়দা লেহাজ মেনে চলা এক পরিমণ্ডলে, গুরুগম্ভীর এবং সরকারের উর্ধতন কর্মকর্তার সাথে ভার্সিটি পড়ুয়া ভাগনার বন্ধুত্ব হয়ে যাওয়া বেশ অস্বাভাবিক। কিন্তু পরিবারের সবার চোখ এড়িয়ে আমাদের দুইজনের বন্ধুত্ব হয়েছিল। যাদের সাথে আলাপচারিতায় জ্ঞ্যানের পরিধি বাড়ে, আমি তাদের কাছে ছুটে যেতাম কিট-পতঙ্গ যেমন ছুটে যায় আলোর দিকে। বড় খালু ছিলেন তেমন এক আলো। আমার বইয়ের 'তিন বন্ধু ও শেখ মুজিব' নামক গল্পে বড় খালুর ছায়া আছে। গল্পের ন্যারেটর যে শিক্ষকের কথা উল্লেখ করেছে, যার কাছ থেকে ন্যারেটর দিকনির্দেশনা নিতে অভ্যস্ত, সেই শিক্ষকের ক্যারেক্টারটিতে আমার বড় খালুর ছায়া রয়েছে। এবং 'তিন বন্ধু ও শেখ মুজিব' গল্পের কিছুটা খালুর সাথে বিভিন্ন সময় হওয়া আলাপচারিতার মাঝ থেকে উঠে এসেছে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খালু থাকতেন উত্তরায়। আমি মাঝে মাঝে চলে যেতাম তার বাসায়। তার ব্যক্তিগত লাইব্রেরি থেকে বই আনতাম, পড়তাম এবং ফেরত দেবার সময় সেই বই নিয়ে তার সাথে ...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.