যেটা জানতে হয় সেটা বিদ্যা। যেটা শেখানো হয় সেটা শিক্ষা। যেটা জানা হয় সেটা জ্ঞান। বিদ্যার সার্থকতা প্রয়োগে, শিক্ষার সার্থকতাও প্রয়োগে। জ্ঞানের সার্থকতা জ্ঞান আহরনে, অগণিত প্রশ্নের উত্তর পাওয়ায়।
সমাজ, পরিবার ও ধর্ম শিক্ষা অর্জনে অনুপ্রাণিত করে। বিদ্যা অর্জনেও অনুপ্রাণিত করে তবে সবক্ষেত্রে না। জ্ঞান অর্জনে সমাজ, পরিবার ও ধর্ম বাধা দেয় সরাসরি; বলে 'বিশ্বাস আনো, প্রশ্ন করো না।'
জ্ঞান আহরনে অনেক বাধা। সমাজ, পরিবার ও ধর্ম কটূক্তি করে, হেয় করে।
Comments