খুলনা শহরে জনতা ব্যাংকের এক শাখায় একবার ডাকাতি হয়েছিল। কডু এবং লেডু নামে দুইজন ডাকাত এই কান্ডটা ঘটিয়েছিল। কডু প্রবীণ, অভিজ্ঞ আর লেডু নবীন, তেজী ও ক্ষিপ্র। তারা অস্ত্র হাতে ব্যাংকে ঢুকলো। কডু সরদার চিৎকার করে বললওঃ "কেউ নড়াচড়া করবেন না, মনে করেন টাকাগুলি সরকারের, আর জীবন আপনাদের; সবাই মেঝেতে শুয়ে পড়ুন"। ব্যাংকের মধ্যে প্রত্যেকে চুপচাপ নিচে শুয়ে পড়লো। এটিকে বলে 'Mind changing concept': কর্মস্হলে প্রথাগত পন্থার পরিবর্তন । ব্যাঙ্কে সে সময় উপস্থিত ছিল নায়লা নাইম অথবা তার মতনই দেখতে একজন। সে মেঝেতে না শুয়ে টেবিলির উপর উত্তেজক ভঙ্গিতে শুয়ে পড়লো। লেডু ডাকাত তাকে বললো “দয়া করে মার্জিতভাবে শুয়ে পড়ুন। এটি একটি ডাকাতি, এটি কোন যৌনউত্তেজক মিউজিক ভিডিওর শুটিং না।" এটিকে বলে 'Professionalism': মূল কাজে মনযোগ রাখা। ডাকাতগুলোর সাথে দুইটি বড় থলে ছিল। তারা ছোট ছোট নোটগুলি না নিয়ে শুধুমাত্র ৫০০ আর ১০০০ টাকার নোটগুলি নিল। এটিকে বলে 'Targeting right segment': সঠিক অংশ নির্ধারণ। যখন কডু সরদার টাকাগুলি নিচ্ছে এবং থলের মধ্যে রাখছে; তখন গুলি ছুড়তে দক্ষ লে