Skip to main content

Posts

Showing posts from May, 2015

Third Gate area, Dhaka Cantonment

অর্থনীতি ও সমাজতত্ব ১০১

খুলনা শহরে জনতা ব্যাংকের এক শাখায় একবার ডাকাতি হয়েছিল। কডু এবং লেডু নামে দুইজন ডাকাত এই কান্ডটা ঘটিয়েছিল। কডু প্রবীণ, অভিজ্ঞ আর লেডু নবীন, তেজী ও ক্ষিপ্র। তারা অস্ত্র হাতে ব্যাংকে ঢুকলো। কডু সরদার চিৎকার করে বললওঃ "কেউ নড়াচড়া করবেন না, মনে করেন টাকাগুলি সরকারের, আর জীবন আপনাদের; সবাই মেঝেতে শুয়ে পড়ুন"। ব্যাংকের মধ্যে প্রত্যেকে চুপচাপ নিচে শুয়ে পড়লো। এটিকে বলে ‌'Mind changing concept':  কর্মস্হলে প্রথাগত পন্থার পরিবর্তন । ব্যাঙ্কে সে সময় উপস্থিত ছিল নায়লা নাইম অথবা তার মতনই দেখতে একজন। সে মেঝেতে না শুয়ে টেবিলির উপর উত্তেজক ভঙ্গিতে শুয়ে পড়লো। লেডু ডাকাত তাকে বললো “দয়া করে মার্জিতভাবে শুয়ে পড়ুন। এটি একটি ডাকাতি, এটি কোন যৌনউত্তেজক মিউজিক ভিডিওর শুটিং না।" এটিকে বলে 'Professionalism': মূল কাজে মনযোগ রাখা। ডাকাতগুলোর সাথে দুইটি বড় থলে ছিল। তারা ছোট ছোট নোটগুলি না নিয়ে শুধুমাত্র ৫০০ আর ১০০০ টাকার নোটগুলি নিল। এটিকে বলে  'Targeting right segment': সঠিক  অংশ  নির্ধারণ।  যখন কডু সরদার টাকাগুলি নিচ্ছে এবং থলের মধ্যে রাখছে; তখন গুলি ছুড়তে দক্ষ লে

টাংগাইলের আব্দুর রহমান

১৯৭৭ সালের কথা। আব্দুর রহমান নামে এক প্রবীন রাজনৈতিক নেতা টাংগাইল শহরে বাস করতেন।নিরহংকারী , সুভাষী ও সাদাসিধে ও নিপাট ভদ্রলোক হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন। রাজনৈতিক ভাবে আব্দুর রহমান ন্যাপের সাথে জড়িত ছিলেন। মাওলানা ভাষানী বেঁচে থাকতে মোটামুটি তাঁর ছায়াসঙ্গী ছিলেন । মাওলানা ভাষানী মারা যাবার পর রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তিনি টাংগাইল নিউমার্কেটে পূর্ব-দক্ষিন কোনে ছোট একটা দোকান চালাতেন। টাংগাইলে র ডি সি সাহেবও তাকে চিনতেন। একটা তদবির করার জন্য তিনি এক বিকালে ডি সি সাহেবের বাসায় যান। ডি সি সব শুনে অপারগতা পোষণ করেন। কাকুতি মিনতি করেও লাভ হয়নি। আব্দুর রহমান একপর্যায় মন খারাপ করে চলে আসেন। পরে কি মনে করে রাতে আবার যান। গেটের কাছে এসে দারওয়ানকে বলেন ডি সি সাহেবকে ডেকে দিতে। ডিসি দোতলা থেকে রহমান সাহেবকে বললেন “ আপনি অযথাই আবার এসেছেন।আমি আপনার জন্য এখন কিছুই করতে পারবো না ।" আব্দুর রহমান মনবেদনা নিয়ে তার আদালত পাড়ার বাসায় ফিরে আসেন। এর আধা ঘণ্টা পড়ে ঘটে এক কান্ড। ঢাকা থেকে ফোন যায় ডি সি র কাছে। বলা হয় আব্দুর রহমান সাহেবকে পরদিন সকালে বঙ