Skip to main content

Posts

Showing posts from September, 2014

Blog post of a duffer fan & wellwisher of Bassbaba

I saw him first at an open-air concert at RAOWA Club, New DOHS in 1992. He was playing bass guitar with the band Feelings. In one of the songs he started playing the bass above his head. For a regular school going kid like me, it was too much to absorb. I knew then and there that this man is something. Later, the existence of melodic and extreme heavy metal songs in a single album got me blown away when Aurthohin released their ‘Trimatric’ album in 1999. I was moved by all the songs of that album. Social networking then meant meeting in person. Virtual networking meant emailing. The band provided an email id at the cover of Trimatric. I mailed them expressing my likings for the songs and admiration for the band. To my surprise, I got reply that very night. Being beset, I exchanged few emails. In one of the emails, the bassist and vocal of the band, Sumon, also known as Bassbaba, invited me to one of their gigs. The gig however got cancelled but Bassbaba, trough a friend who was ac

নাগরপুর চৌধুরী বাড়ী

ব-দ্বীপ সদৃশ নাগরপুরের পূর্ব দিকে ধলেশ্বরী এবং পশ্চিম পাশ ঘেষে আছে যমুনা নদী।একসময় এই যমুনা নদীর মাধ্যমে নাগরপুর এলাকার সাথে সরাসরি কলকাতার   ব্যবসায়িক যোগাযোগ ছিল। নদী তীরবর্তী এলাকা হওয়ার কারনে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরণের ব্যবসা। সতীশ রায় বাহাদুর চৌধুরী নামক ব্যবসায়ী নাগরপুর চৌধুরী বাড়ির প্রতিষ্ঠাতা। ৫৪ একর জমির ওপর তিনি শৈল্পিক কারুকার্যমণ্ডিত এই বাড়িটি বানিয়েছিলেন । গোটা জমিদার বাড়িকে আসলে ছোটখাটো একটা নগর মনে হয়। বাড়িতে ঘরের সংখ্যা অনেক। কোনোটা নায়েবদের জন্য , কোনোটা চাকরবাকরদের , কোনোটা বা আশ্রিতদের জন্য। অতিথিমহলও ছিল আলাদা। এ বাড়ি থেকে সতীশ রায় বাহাদুর এলাকার জমিদারি পরিচালনা করতেন। অভ্যন্তরের পুরো কাজ সুদৃশ্য শ্বেত পাথরে গড়া। রয়েছে ঘোড়ার দালান , পরীর দালান , রংমহল। চারতলাবিশিষ্ট মুল দালানটি সবচাইতে বড়। পশ্চিম দিকে আছে ঘোড়ার দালান যা তিন তলা উঁচু। বাড়ির একেবারে দক্ষিণে রয়েছে ১১ একর জমির ওপর একটি বিরাট দিঘি।   জমিদার সতীশ চন্দ্র রায় চৌধুরী এলাকায় স্কুল , কলেজ , মন্দির , দাতব্য চিকিৎসালয় , খেলার মাঠ ও অনেক হাটবাজার প্রতিষ্ঠা করেছিলেন। বৃটিশ সরকার