পচন ধরেছে সারা শরীরে, বাকি শুধু রয়েছে মাথা
মনের ভয়, সমাজের ক্ষয়, বিবেকের সংশয় – এক এ সুতোয় গাথা।
নির্লিপ্ততার সময় শেষ; সবার আগে দেশ;
ভাল কিংবা খারাপ – কি আসে যায়; এ আমার মাতৃভূমি, আমারই দেশ।
জেনেছি আমি, জেনেছি আজ... বাংলাদেশ মানে নয়তো বিচারহীন আশ্রয়,
বাংলাদেশ মানে নয় নির্লিপ্ত আবেগ,
বাংলাদেশ নয় ধর্ম রাজনীতির কেন্দ্রস্থল,
বাংলাদেশ নয় একনায়কতন্ত্রের বিছানা।
চোরাবালিতে চল্লিশ বছর, তাতে কি হল?
একটু দেরিতেই না হয় আগুন জ্বলল।
ঠেলে পাঠাচ্ছি নিষ্ক্রিয়তাকে জমকালোতার সীমান্তে
আবেগের তীব্রতা, মশালের আগুন, বিজয়ের ছায়া – এখন একই প্রান্তে।
We shall overcome, we shall overcome, we shall overcome someday.
Ooh, deep inside my heart I do believe, we shall overcame someday.
ধর্মের রাজনীতি আর রাজনীতির ধর্ম - করে দাও গতিহীন
সমাজতন্ত্রের ভণ্ডামি আর ভণ্ডের লাল সমাজ - এখন অর্বাচীন
দেশের আর দেশের মানুষের মাঝে আজ - মিটিয়ে দাও ঋণ
সবার আগে মাতৃভূমি, সবার আগে দেশ – আমিন।
We shall overcome, we shall overcome, we shall overcome some day.
Ooh, deep inside my heart I do believe, we shall overcome someday.
মনের ভয়, সমাজের ক্ষয়, বিবেকের সংশয় – এক এ সুতোয় গাথা।
নির্লিপ্ততার সময় শেষ; সবার আগে দেশ;
ভাল কিংবা খারাপ – কি আসে যায়; এ আমার মাতৃভূমি, আমারই দেশ।
জেনেছি আমি, জেনেছি আজ... বাংলাদেশ মানে নয়তো বিচারহীন আশ্রয়,
বাংলাদেশ মানে নয় নির্লিপ্ত আবেগ,
বাংলাদেশ নয় ধর্ম রাজনীতির কেন্দ্রস্থল,
বাংলাদেশ নয় একনায়কতন্ত্রের বিছানা।
চোরাবালিতে চল্লিশ বছর, তাতে কি হল?
একটু দেরিতেই না হয় আগুন জ্বলল।
ঠেলে পাঠাচ্ছি নিষ্ক্রিয়তাকে জমকালোতার সীমান্তে
আবেগের তীব্রতা, মশালের আগুন, বিজয়ের ছায়া – এখন একই প্রান্তে।
We shall overcome, we shall overcome, we shall overcome someday.
Ooh, deep inside my heart I do believe, we shall overcame someday.
ধর্মের রাজনীতি আর রাজনীতির ধর্ম - করে দাও গতিহীন
সমাজতন্ত্রের ভণ্ডামি আর ভণ্ডের লাল সমাজ - এখন অর্বাচীন
দেশের আর দেশের মানুষের মাঝে আজ - মিটিয়ে দাও ঋণ
সবার আগে মাতৃভূমি, সবার আগে দেশ – আমিন।
We shall overcome, we shall overcome, we shall overcome some day.
Ooh, deep inside my heart I do believe, we shall overcome someday.
Comments