Skip to main content

Posts

Showing posts from March, 2017

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

সেদিন আকাশ ছিল পরিষ্কার। ফাল্গুনের দুপুর ,  শীতও নয়, গরমও নয়। রেসকোর্স ময়দান তৈরী হয়েছিল এক জনসভার জন্য তবে সেটা ছিল না কোন প্রথাগত জনসভা , সেদিন বক্তা  মাত্র  একজন  – বঙ্গবন্ধু শেখ মুজিব। সভামঞ্চটি স্থাপন করা হয়েছিল বর্তমান শিশুপার্কের দক্ষিণ-পূর্ব অংশে ; ভাষণের নির্ধারিত সময় বেলা দুইটা;  রেসকোর্স ময়দান জনসমুদ্র। জনতার ভিড় ঠেলে সভামঞ্চে আসতে বঙ্গবন্ধুর দেরী হয় ; সফেদ পাজামা , পাঞ্জাবি আর হাতকাটা কালো কোট পরে বেলা ৩টা ২০ মিনিটে মঞ্চে দাঁড়ীয়ে তিনি উচ্চারন করেন ' ভাইয়েরা আমার... ’ এর আগে ১ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ; সারা দেশের মানুষ রেডিও আর টেলিভিশন খুলে বসে কিন্তু ইয়াহিয়া খান ভাষণ দিলেন না। একসময় রেডিওতে ঘোষণা করা হলো – ‘ পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করেছেন। ’ পল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সভা ছিল ৩ মার্চ ; বঙ্গবন্ধু সেখানে আবেগজড়িত কণ্ঠে বলেছেন - আমি থাকি আর না থাকি , বাংলার স্বাধিকার আন্দোলন যেন থেমে না থাকে। বাঙালির রক্ত যেন বৃথা না যায়। আমি না থাকলে-