আমরা যে ফ্লাটে থাকি সেই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড রেজাউল করিম। বাড়ী জয়পুরহাট। গত বছর SSC পাশ করেছে। বাবা মা মারা যাবার পর, বড় ভাই ভাবীদের অত্যাচারে বাড়ী ছেড়ে ঢাকায় এসেছে ছয় মাস আগে। তার মধ্যে রিয়েলাইজেসন এসেছে সিকিউরিটি গার্ড হয়ে থাকলে মৃত বাবা মার সপ্ন পুরন করতে পারবে না। তাই সে বাড়ী ফিরে যাচ্ছে। একটা পলিটেকনিক্যাল কলেজ থেকে HSC দেবে। আমি জিজ্ঞেস করলাম “খরচ চলবে কিভাবে?” বলল ক্ষেতে কাজ করে তুলে নেবে খরচ। প্রানচঞ্চল উদ্যম ও আদম্য মনোভাব দেখে মনে হলো রেজাউল করিম পারবে।
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.