মায়ানমারের প্রতি সকলের আগ্রহ এখন তুঙ্গে। আমেরিকার সাথে দেশটি লেনাদেনা শুরু করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি থেইন সেইন কিছুদিন আগে প্রথম বারের মত হোয়াইট হাউসে সফরে যান। ওবামা প্রশাসন তাকে যথেষ্ট খাতির করেছে। অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অনেক রাষ্ট্রপ্রধানগণ গত দুই বছরে ইয়াঙ্গুন সফর করেছেন। এখন পৃথিবীর নানা প্রান্তের বিনিয়োগকারীরা বিনিয়োগের সঠিক ক্ষেত্র খুঁজে চলেছে মায়ানমারে। অনেক দেশের সরকার পুনরায় সেখানে দূতাবাস কার্যক্রম শুরু করার আগ্রহ প্রকাশ করেছে। বৈদেশিক বিভিন্ন সংস্থার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের সাবেক মন্ত্রীরা মায়ানমার সরকারের advisors হিসাবে কাজ করে যাচ্ছেন দেশটিকে উন্নতির উদ্দেশ্যে। বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো নির্মাণ আর শাসনকার্য পরিচালনার জন্য উপযুক্ত নেতৃত্ব সৃষ্টিও এই উন্নয়ন কার্যের অন্তর্ভুক্ত। সব চলছে দ্রুত গতিতে। মায়ানমারের প্রতি সকলের আগ্রহ অবশ্য মোটেই বিস্ময়কর কিছু নয়। মায়ানমার এখনও একটি অব্যবহৃত বাজার। Capitalistic নজরে মায়ানমার এখনো virgin। কিন্তু ঝুঁকি রয়ে গেছে যেমন ঝুঁকি থাকে বন্য virgin কে...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.