Media advancement বাংলাদেশের গণমাধ্যমখাতে গত এক দশকে মোটামোটি এক বিপ্লব ঘটে গেছে। অনেকগুলো নতুন স্যাটেলাইট টিভি ও এফএম চ্যানেলের আবির্ভাব হয়েছে। সেই সাথে ইন্টারনেট ব্যাবহারকারির সংখ্যাও তীব্রভাবে বেড়ে গেছে। ব্লগিং শুরু হয়েছে, জনপ্রিয়তাও পেয়েছে। তথ্যের মুক্ত প্রবাহ, সামাজিক প্রচার মাধ্যমের বিস্তৃতি, টিভি চ্যানেলের দর্শক জরিপ এবং রেডিও চ্যানেলের কল্যাণে সাধারণ মানুষ এখন তাদের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবনার কথা জানাতে পারে। শক্তিশালী ইলেকট্রনিক গণমাধ্যমের কারণে দেশ-বিদেশে ঘটে যাওয়া প্রধান ঘটনাগুলো সম্পর্কে মানুষ আর অজ্ঞ থাকছে না। তাই বলা যায় এই সদ্য প্রসূত ‘গণমাধ্যম বিপ্লব’ দেশের আর্থ-সামাজিক ব্যবস্থার জন্য ইতিবাচকই বটে। বর্তমানে বাংলাদেশে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড- এ দুটি রাষ্ট্রায়ত্ব চ্যানেলের পাশাপাশি বেসরকারি ২৭টি চ্যানেল তাদের সম্প্রচার চালিয়ে যাচ্ছে। এই চ্যানেলগুলোতে নিয়মিত বিরতিতে সর্বশেষ সংবাদ প্রচারের কারণে দেশ-বিদেশের নানা খবর চলে এসেছে মানুষের হাতের নাগালে। রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী তথা গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে নিয়মিত টকশো অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষ...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.